মাশরাফি বিন মর্তুজা | ফাইল ছবি

প্রতিনিধি নড়াইল: নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তাঁর নির্বাচনী এলাকার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে জনতার মুখোমুখি হবেন। এ সময় তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এই সংসদ সদস্য। আলোচনা করবেন সংশ্লিষ্ট ইউনিয়নের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে।

ওই দিন হাড়িগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করছে হবখালী ইউনিয়ন পরিষদ।

এ ছাড়া লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল মাদ্রাসা প্রাঙ্গণে আগামী বৃহস্পতিবার বেলা তিনটায় ও একই উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় শুক্রবার বেলা তিনটায় সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার একান্ত সচিব জামিল আহমেদ বলেন, নড়াইল-২ আসনের আওতাধীন ২০টি ইউনিয়নেই পর্যায়ক্রমে এ কর্মসূচি হবে। সংসদ সদস্যের নির্দেশনায় ইউনিয়ন পরিষদগুলো এ কর্মসূচির আয়োজন করবে। এতে ইউনিয়ন পরিষদের সব জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেবেন। কাল সকালে মাশরাফি বিন মুর্তজা নড়াইলে আসবেন। শুক্রবার রাতে ঢাকায় ফিরে যাবেন।

প্রথম কর্মসূচির বিষয়ে হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিপু সুলতান  বলেন, ইউনিয়নের সব জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সর্বসাধারণকে দাওয়াত দেওয়া হয়েছে। ইউনিয়নে কী কী উন্নয়ন হয়েছে, কী কী করা দরকার, কী কী সমস্যা আছে, সমাধান কী—এসব বিষয়ে উপস্থিত লোকজন সংসদ সদস্যকে প্রশ্ন করবেন, তিনি উত্তর দেবেন।