পাবনা সদরে মালঞ্চী ইউনিয়ন পরিষদ চত্বরে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় ব্রাজিল সমর্থক রনি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সারা দেশের ভক্ত সমর্থকদের উন্মাদনার শেষ নেই। প্রতিদিনই ঘটছে নানা ব্যতিক্রমী কাণ্ড। এরই অংশ হিসেবে পাবনা সদর উপজেলায় বিশ্বকাপ ফাইনাল খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার মালঞ্চী ইউনিয়ন পরিষদ চত্বরে এই আয়োজন করা হয়। খেলা নিয়ে বাজি ধরে হেরে গিয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হলেন এক যুবক। আর এই কাজটি করেছেন ওই গ্রামের রনি মোস্তফা (২২)। শুধু তাই নয় আর্জেন্টিনা দলের লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরে আনুষ্ঠানিকভাবে সমর্থক হন তিনি।
আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেওয়া তরুণ রনি বলেন, ‘সৌদির কাছে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আমি বন্ধুদের কাছে বাজি ধরে ছিলাম। যদি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতে তবে আমি দুধ দিয়ে গোসল করে তাদের সমর্থক দলে যোগ দিব। আর সেই কারণেই এই আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছি আমি। তাই দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠীর সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দিলাম।’
আর্জেন্টিনার সমর্থক সাজেদুর রহমান শান্ত বলেন, ‘এটা খুব আনন্দের খবর।
ব্রাজিল সমর্থকরা যদি আর্জেন্টিনার সমর্থক দলে যোগ দেয় তাহলে আমরা গ্রহণ
করে নেব। এক বালতি দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে আমাদের
বন্ধু বানাব। খেলা নিয়ে আমাদের এই উন্মাদনা থাকবেই। তবে সেটি যাতে কখনো
আক্রোশে পরিণত না হয় সেটিও আমরা প্রত্যাশা করি। ফুটবল খেলাকে ভালোবাসি আবার
চার বছর পরে বিশ্বকাপ খেলা হবে। তখন হয়তো নতুন কোনো কিছু নিয়ে আলোচনায় আসব
আমরা।’