মাঠে বিশ্বকাপের ট্রফি নিয়ে যান ইকার ক্যাসিয়াস ও দীপিকা পাডুকোন ছবি: টুইটার

খেলা ডেস্ক:  আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শুরুর আগে দৃশ্যটা দেখে অনেকেই চমকে গেছেন। মাঠের ভেতর বিশ্বকাপ ট্রফি নিয়ে গেছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ফুটবলের ফাইনালে একজন সাবেক ফুটবলারের হাতে ট্রফি থাকতেই পারে, তবে দীপিকা কেন সেখানে? তিনি ফুটবল তো বটেই, ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা বা আয়োজক দেশ কাতারের সঙ্গেও কোনোভাবে সম্পৃক্ত নন। তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি উন্মোচনে দীপিকা কেন—এমন প্রশ্ন অনেকেরই।

আসলে ফিফা বা কাতারের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না হলেও পরোক্ষে বিশ্বকাপের সঙ্গে একটা সংযোগ আছে এই বলিউড অভিনেত্রীর। তিনি ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভারতীয়দের মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকাই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি।
বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।

বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা। ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া সত্যিই এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।’