ঈশ্বরদীতে রাতের নিস্তব্ধতা ভাঙলো আর্জেন্টিনার জয়ে

সমর্থকদের উল্লাস | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: বিশ্বকাপে হট ফেভারিট দল আর্জেটিনার জয়ে পাবনার ঈশ্বরদীতে শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে পুরো শহর পরিণত হয়েছে আনন্দ উৎসবের শহরে। এ যেন দীর্ঘদিনের অপেক্ষার পর এক প্রাপ্তির উল্লাস।

রোববার রাতে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর পুরো শহরের অলিগলি থেকে মিছিল, ঢোল, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন হাজারো ভক্ত-সমর্থক। এসময় মিছিলের উৎসবে ঘুম ভাঙ্গে পুরো শহরের।

আর্জেন্টিনার সমর্থক মেহেদী হাসান জানান, এ আনন্দ ঘরে-বাইরে সবার। এ আনন্দ সারা বিশ্ববাসীর। এ জয় ছন্দের খেলার জয়, মেসির জয়।

মিছিল নিয়ে আসা আর্জেটিনার সমর্থক ফুহাদ হাসান রিদম জানান, এ যেন অনেক বড় পাওয়া। এ কাপ মেসির প্রাপ্য ছিল। আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি, আর সেটা খেলেই হয়েছি।