ফাইল ছবি

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার রাত ৯টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি জেলার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ফাইনাল খেলা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে গোটা জেলায় ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় থাকছেন ১৫০ জন পুলিশ সদস্য।

জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ নিয়ে জেলার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উত্তেজনা বিরাজ করছে। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় ব্রাজিলের সমর্থকেরা এ ম্যাচে ফ্রান্সকে সমর্থন দিচ্ছেন। এ কারণে ম্যাচটি নিয়ে জেলায় উত্তেজনা বিরাজ করছে।

এ অবস্থায় খেলা চলার সময় বা শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকেরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়াতে পারেন, সে জন্য ৩৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, শহরের যে কয়টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে পুলিশ থাকবে। বাড়তি নিরাপত্তার জন্য টহলে থাকবে সব অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্ট্রাইকিং ফোর্স।

এর আগে গত বছরের ১১ জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ওই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ।