বিশ্বকাপ ফাইনালের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভকামনা ও আনন্দমিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি রাজশাহী: আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ রোববার রাতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান, নাকি ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপা অর্জন? কয়েক দিন ধরেই এ নিয়ে আলোচনা-যুক্তি, পাল্টাযুক্তি চলছে সর্বত্র। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়েছে।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজশাহীতে দিনভর চলছে নানা আয়োজন। থাকবে সমর্থকদের ডিজে পার্টির পাশাপাশি ভূরিভোজও। তবে তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা করলেন শুভকামনা ও আনন্দমিছিল। মিছিলে খাসির গায়ে আর্জেন্টিনার পতাকা পরিয়ে সমর্থকেরা স্লোগান দিলেন, ‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’, ‘আমাদের হাতে খাসি, কাপ নেবে মেসি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আয়োজনে আজ রোববার দুপুরে শুভকামনা ও আনন্দমিছিল করা হয়। দুপুর ১২টার দিকে আর্জেন্টিনা সমর্থকেরা হাজির হন ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে। সেখানে আনা হয় একটি খাসি। সেই খাসির গলা ও মাথায় ফুল পরানো হয়। পরিয়ে দেওয়া হয় আর্জেন্টিনার পতাকা। খাসিটিকে সামনে রেখে সমর্থকেরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন টুকিটাকি চত্বর। এরপর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবন, প্যারিস রোড, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তা হয়ে পুনরায় টুকিটাকি চত্বরে এসে মিছিল শেষ হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের মাঠে ব্রাজিল ফ্যানস ক্লাব ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ হয়। টান টান উত্তেজনার ওই ম্যাচ প্রথমে ড্র হয়। পরে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। এতেও গোলশূন্য ড্র হলে টাইব্রেকার হয়। পরে ৪-২ গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারায়। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে রাজশাহীতে চলছে নানা আয়োজন | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি মো. আসাদুল্লা-হিল-গালিব বলেন, গতকাল তাঁরা ব্রাজিল ফ্যানস ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারান। আজকে সেটির আনন্দমিছিল ছিল। পাশাপাশি তাঁরা আজ রাতে খেলায় আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে মিছিল করেন। মিছিলে একটি খাসি ছিল। সেখানে তাঁরা আনন্দ করে নানা রকম স্লোগান দিয়েছেন। রাতে খাসির মাংস রান্না করে খাওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপের প্রায় খেলাই রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে বড় পর্দায় দেখানো হতো। ফাইনাল খেলায় দর্শকসমাগম বেশি হওয়ার সম্ভাবনায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে এই খেলা দেখানোয় স্পনসর করছে ‘রিয়াল স্টার প্রোপার্টিজ লিমিটেড’।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আজ বিকেল থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আয়োজনে তাঁদের সহায়তা করবেন বলে জানান তিনি।
বিশ্বকাপ উপলক্ষে রাজশাহীতে গত ২০ নভেম্বর থেকেই মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখানো শুরু হয়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্সের খেলায় দর্শকের উপস্থিতি ছিল বেশি। খেলায় রাতভর বেজেছে ভুভুজেলা ও বাঁশি। একজন আরেকজনকে নানা কথায় ঘায়েল করার চেষ্টা করেছেন। রাজশাহীর মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি আজকের ফাইনাল খেলা ঘিরে বিভিন্ন স্থানে ভূরিভোজের আয়োজন করেছেন সমর্থকেরা।