কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ রোববার। ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ রাত নয়টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও বিশ্বকাপ ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের। ইতিমধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আজ ফাইনালের আগে দেশের আর্জেন্টিনা–ভক্তদের উন্মাদনা নিয়ে ছবির গল্প।
আর্জেন্টিনা দলের সমর্থকদের আনন্দ শোভাযাত্রা। সাতমাথা এলাকা, বগুড়া, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন
ফাইনালের প্রাক্কালে নেচে-গেয়ে দলের প্রতি সমর্থন জানান দিচ্ছেন আর্জেন্টিনার ভক্তরা। সার্কিট হাউস সড়ক, বগুড়া, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন
রাহুল আকন্দ ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তিনি আর্জেন্টিনা দলের ভক্ত।
তাই প্রিয় দলের সমর্থনে নিজের অটোরিকশা রাঙিয়েছেন আকাশি নীল-সাদায়।
আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন
ফাইনালের প্রাক্কালে আর্জেন্টিনার জার্সি ও পতাকা বিক্রি বেড়েছে। পাশাপাশি
বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকাও। বন্দরবাজার, সিলেট, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেগুলোয় চলছে ফুটবল উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন
ফাইনালের আগমুহূর্তে সন্তানের জন্য আর্জেন্টিনা দলের জার্সি কিনে নিচ্ছেন
এক ব্যক্তি। মিরপুর শাহ আলী মার্কেট এলাকা, মিরপুর, ঢাকা, ১৭ ডিসেম্বর |ছবি: পদ্মা ট্রিবিউন