সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি বগুড়া: ছয় বছর আগে করা সহিংসতা মামলায় বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ও তাঁর ভাই আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আওয়াল তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগুড়া কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি এই তথ্য নিশ্চিত করেন।
সুব্রত ব্যানার্জি বলেন, ‘২০১৬ সালে আগস্ট মাসে সোনাতলা বন্দর এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। সেই ঘটনার মামলায় সোমবার সকালে সোনাতলার পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ও তাঁর ভাই আবুল কালাম আজাদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
উল্লেখ্য, মেয়র জাহাঙ্গীর আলম নান্নু জেলা আওয়ামী লীগের সদস্য।