রোববার বিকেলে সিংড়া কোর্ট মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকেরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এ সময় তাঁরা ২০০ হাত লম্বা পতাকা বহন করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল: আসাদুজ্জামান নূর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করে বাদ্যের তালে নেচেগেয়ে শোভাযাত্রা করেছে নাটোরের সিংড়া উপজেলার আর্জেন্টিনা–সমর্থকেরা। রোববার বিকেলে আর্জেন্টিনার ২০০ হাত লম্বা পতাকা নিয়ে তাঁরা শোভাযাত্রার আয়োজন করেন।

বিকেল চারটায় সিংড়া কোর্ট মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করে পৌর এলাকার থানা মোড়, জয় বাংলা মোড়, মাদ্রাসা মোড় হয়ে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে সমর্থকদের নাচগান করতে দেখা যায়। শোভাযাত্রায় কয়েক শ সমর্থক অংশ নেন।

এ সময় সমর্থকেরা ‘আর্জেন্টিনা’, ‘মেসি’, ‘ম্যারাডোনা’ বলে স্লোগান দেন। শোভাযাত্রায় মেসিভক্তরা কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী বৃহস্পতিবার একই জায়গা থেকে ব্রাজিল–সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা করবেন বলে জানা গেছে।