কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে | ছবি: এএফপি |
ক্রীড়া প্রতিবেদক: আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে কাতার বিশ্বকাপ। অ্যারাবিয়ান উপদ্বীপের এই মহাযজ্ঞে তাকিয়ে বিশ্ব। এর মধ্যেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি আঞ্চলিক শাখা অফিস বিশ্বকাপ বর্জন করার আহ্বান জানিয়েছে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি। তবে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপে সন্ত্রাসী হামলা কিংবা সহিংস ঘটনা ঘটানোর হুমকি দেয়নি আল-কায়েদা।
আরব উপদ্বীপের ইয়েমেনকেন্দ্রিক সামরিক শাখা অফিস কাতার বিশ্বকাপের সমালোচনা করেছে। আয়োজক দেশ কাতারের সমালোচনা করে আল-কায়েদার দেওয়া বিবৃতি নিজেদের প্রতিবেদনে প্রকাশ করেছে রয়টার্স। বিশ্বকাপের আয়োজন করে কাতার, ‘আরব উপদ্বীপে অসৎ, সমকামী লোকজন নিয়ে আসার পাশাপাশি দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপন করেছে’—বিবৃতিতে বলা হয়। এই বিশ্বকাপ ‘মুসলিম দেশগুলোর ওপর দখলদারি ও নিপীড়ন’ থেকে নজর সরিয়ে নিচ্ছে বলেও মনে করে আল-কায়েদার এই শাখা অফিস।
— FIFA World Cup (@FIFAWorldCup) November 20, 2022
আল-কায়েদার শাখা অফিসের বিবৃতি প্রকাশের খবর কাল প্রথম জানায় শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ববাদী ও জঙ্গি সংগঠনগুলোর অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তারা জানিয়েছে, বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ইভেন্ট (বিশ্বকাপ) অনুসরণ করা এবং সেখানে উপস্থিত না হওয়ার জন্য আমরা মুসলিম ভাইদের সতর্ক করছি।’
কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর ১০টায় স্বাগতিক কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। কাতারের এই আয়োজনে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেশ আগে থেকেই সমালোচনা হচ্ছে। এ ছাড়া ‘এলজিবিটি’ জনগোষ্ঠী নিয়ে কাতারের অবস্থানেরও সমালোচনা হচ্ছে। তবে বিশ্বকাপের আয়োজকেরা জানিয়েছেন, যার অবস্থান যা–ই হোক না কেন, বিশ্বকাপে সবাইকে স্বাগত জানানো হবে।
A week of arrivals is over. It's time to get serious. 🤩👀 pic.twitter.com/Lm9Q5uhZK1
— FIFA World Cup (@FIFAWorldCup) November 20, 2022
৩০ লাখ মানুষের দেশ কাতারে প্রচুর প্রবাসী শ্রমিক কাজ করেন। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপে নিরাপত্তা দিতে প্রায় ৫০ হাজার প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। কাতারের প্রশাসনের অধীন বিদেশি দেশগুলোর নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন।