নোরা ফতেহি | ছবি: সংগৃহীত |
বিনোদন প্রতিবেদক: বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফতেহি ঢাকায় আসবেন, নাকি আসবেন না—এমন প্রশ্নই কয়েক দিন ধরে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে; তাঁর আসা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাল্টাপাল্টি বক্তব্যে ধন্দে পড়েছিলেন দর্শকেরা। সব শঙ্কা উড়িয়ে আগামীকাল শুক্রবার সকালেই ঢাকায় নামছেন এ বলিউড তারকা। এমন খবর নিশ্চিত করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক তথ্যচিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন নোরা; শুটিংয়ের অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনি মঞ্চে উঠবেন বলে জানান আয়োজকেরা।
আয়োজক ইশরাত জাহান জানান, আগামীকাল বেলা সাড়ে ১১টায় ঢাকায় আসবেন তিনি; সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন। আগামী শনিবার সকালেই দেশে ফিরে যাবেন নোরা ফাতেহি।
একটি স্ট্রেজ শোর আয়োজনে নোরা ফতেহিকে ঢাকায় আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছিল উইমেন লিডারশিপ করপোরেশন; তবে ডলার–সংকটের কারণ দেখিয়ে নোরাকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি। পরে তথ্যচিত্রের কথা বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুমতি পেয়েছেন আয়োজকেরা। এর মধ্যে বেঁকে বসে এনবিআর।
আয়কর নিশ্চিত না করায় অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দিয়েছিল এনবিআর। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, নোরা ফতেহির অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআরের নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এনবিআরের মুখোমুখি অবস্থানের মধ্যেই নোরার ঢাকায় আসার খবর দিলেন আয়োজকেরা।
নোরা ফতেহি | ছবি: সংগৃহীত |
‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।
মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন।