ঈশ্বরদী ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে চুক্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা ও রয়েল সুয়িং (বিডি) লিমিটেডের কর্মকর্তারা | ছবি: পদ্মা ট্রিবিউন 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৫৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পোশাক কারখানা স্থাপন করবে বাংলাদেশি কোম্পানি মেসার্স রয়েল সুয়িং (বিডি) লিমিটেড।

এ লক্ষ্যে বুধবার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং রয়েল সুয়িং (বিডি) এর চেয়ারম্যান কবির আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

রয়েল সুয়িং (বিডি) লিমিটেড বছরে ২৭ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক, হোম টেক্সটাইল, বালিশ, কম্বল এবং কুশন উৎপাদন করবে। কারখানাটিতে ১ হাজার ৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।