যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ শেষ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে | ছবি: সংগৃহীত

পদ্মা ট্রিবিউন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ শেষ হয়েছে।  বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শেষ হয়। ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গত ১৭ অক্টোবর জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি) নামে এই প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার (এনএসডব্লিউ) ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজের (এসডব্লিউএডিএস) মধ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল লক্ষ্যগুলো ছিল চিকিৎসা দেওয়া, যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রে অভিযান পরিকল্পনা, নৌযানে তল্লাশি চালানো এবং জব্দ করার কৌশলসহ সামুদ্রিক যোগাযোগের বিভিন্ন মৌলিক বিষয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের এনএসডব্লিউের নাবিক ও স্পেশাল ফোর্সের সেনারা জেসিইটির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএসের ৪০০ জনের বেশি সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন।