ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে ইন্ডিগোর ফ্লাইট চলাচল শুরু

ইন্ডিগো ভারতের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইনস ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে ভারতের বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগোর ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে ১৭৭ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ইন্ডিগো কর্তৃপক্ষ ও বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা যায়।

ভারতের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইনস ইন্ডিগো এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে তাদের চারটি ফ্লাইট চলাচল করবে। প্রতি শনি, রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা ২টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফ্লাইট মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে সপ্তাহের এই ৪ দিন ভারতীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিট) মুম্বাই থেকে ইন্ডিগোর ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বেলা ১টা ৩৫ মিনিটে। যাতায়াত ভাড়া ২৪ হাজার টাকা। তবে যাওয়ার বা আসার ভাড়া পড়বে ১৫ হাজার।