ঈশ্বরদীতে জাসদের সুবর্ণজয়ন্তী উদযাপন

নানা আয়োজনে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাসদ। সোমবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে পালিত হয়েছে সুবর্ণজয়ন্তী।

উপজেলা জাসদের উদ্যোগে সোমবার দিনভর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ, র‍্যালী, পতাকা উত্তোলন, কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর জাসদের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু। তিনি বলেন, ‘৫০ বছরের স্বাধীন বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করলেও এখনো অনেক ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী চক্রটি এখনো মীমাংসিত বিষয় অমীমাংসিত করতে চায়। এছাড়া বাজার সিন্ডিকেট কারসাজি, রাষ্ট্রীয় সম্পদ লুটেরা দেশকে হুমকির দিকে ঢেলে দিতে আবারো সক্রিয় হয়ে উঠেছে। তাই তাদের রুখতে জাসদসহ ১৪ দলের প্রত্যেককে শক্ত হাতে দমন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

এতে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক মিন্টু ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ নেতা এ্যাডভোকেট আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা, পাবনা জেলা জাসদের সহসভাপতি শাহাব উদ্দিন সেলিম, শিল্প বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, আরশেদ আলী, গোলাম কবীর খান রায়হান, নবাব আলী, আনছারুল ইসলাম, যুবজোট নেতা আরিফুল ইসলাম আসাদ বিশ্বাস, সেলিম রেজা বাবু, জহুরুল ইসলাম প্রমুখ।