ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে চারঘাট ওমর গাড়ী ক্রীড়া সংঘ।
শুক্রবার বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ওমর গাড়ী ক্রীড়া সংঘ ট্রাইব্রেকারে ভাঙ্গুড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে।
এর আগে বিকেল ৪টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ ছলিমপুরবাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।’
তিনি আরও বলেন, ‘অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।’
আট দলের অংশগ্রহণে আয়োজিত হয়েছে এ টুর্নামেন্ট | ছবি: পদ্মা ট্রিবিউন |
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার উপস্থিত ছিলেন।