ঘূর্ণিঝড় সিত্রাং: সিরাজগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু

 নৌকাডুবি | প্রতীকী ছবি

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরের সয়দা ইউনিয়নের মোহনপুর এলাকায় সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছেলেসহ এক গৃহবধূ পরিবারের সদস্যদের নিয়ে গতকাল রাত ৯টার দিকে নৌকাযোগে বাড়িতে ফেরছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ঘটনাস্থলে এক ছেলের মৃত্যু হয়। এ সময় অপর ছেলে ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক সেই মাকেও মৃত ঘোষণা করেন।
মৃত দুজন হলেন মোহনপুর গ্রামের খোকন হোসেনের স্ত্রী (৩৫) ও শিশুসন্তান (৭)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, নড়াইলে একজন, বরগুনায় একজনের মৃত্যু হয়েছে।