গ্রিন সিটি এলাকা পরিচ্ছন্ন করছে বিদেশিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ার কাজ শুরু হোক আপনার হাতেই- এই শ্লোগান নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস খবরটি ছোট। কিন্তু তাৎপর্য অনেক বড়। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকেরা গ্রিন সিটি এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা এবং জঙ্গল পরিষ্কার করেছেন।  

গ্রিন সিটি এলাকা পরিচ্ছন্ন করছে বিদেশিসহ স্থানীয় ব্যবসায়ীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

জানা গেছে, পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোক্তা রুশ নাগরিক তাতিয়ানার নেতৃত্বে শনিবার বিদেশী নাগরিকেরা এই আয়োজন করেন। উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রিনসিটি সংলগ্ন এলাকা ও বাজারের সামনে ঝাড়ু ও বেলচা নিয়ে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। 

প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতিয়ানা | ছবি: পদ্মা ট্রিবিউন

এ ব্যাপারে তাতিয়ানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালন করেছেন। সহকর্মী বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ মাধ্যেমে এমন একটা সামাজিক কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত। সবাইকে জানাই বিশেষ ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য ও পরিচ্ছন্নতার আন্দোলন ভাগাভাগি করার সুযোগ করে দেয়ার জন্য।’  

তিনি আরও বলেন, ‘এ দেশের গ্রামগুলোতে ঘুরে দেখেছি পরিবেশ খুবই সুন্দর। কিন্তু ডাস্টবিনের অভাবে শহর কিছুটা অপরিচ্ছন্ন। তিন মাস পর পর পরিচ্ছন্ন অভিযান চালানো হবে।’

গ্রিন সিটি এলাকা পরিচ্ছন্ন করছে এক বিদেশি  | ছবি: পদ্মা ট্রিবিউন

পরিচ্ছন্নতা অভিযান অংশ নেওয়া রুশ নাগরিক পাভেল কোলেসনিকভ বলেন, ‘আসলে আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকার কথা নয়। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে নিজের শহর পরিষ্কার রাখার। আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কারের উদ্যোগ নিই, তাহলে এই শহরে আর অপরিচ্ছন্ন থাকবে না।’

গ্রিন সিটি এলাকা পরিচ্ছন্ন করছে বিদেশিরা | ছবি: পদ্মা ট্রিবিউন