তানোরে পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা–ছেলের

বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় পানি আনতে গিয়ে সাবমার্সিবল পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন।

রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মরিয়ম বেগম (৩০) ও তাঁর ৩ বছরের শিশুপুত্র মাহফুজুর রহমান। মরিয়ম বেগম বাধাইড় গ্রামের হজরত আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মরিয়ম পানি নেওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে যান। সেখানে একটি সাবমার্সিবল পাম্প রয়েছে, যেটি দিয়ে কৃষিজমিতে পানি দেন কৃষকেরা।

মরিয়ম বেগম ওই পাম্প চালু করার জন্য তার টেনে নিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ও তাঁর ছেলে অচেতন হয়ে যান। প্রতিবেশীরা সুইচ বন্ধ করে দুজনকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোরের মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।