ঈশ্বরদীতে ড্রাম বিস্ফোরণে তিনজন দগ্ধ

পাবনা জেলার মানচিত্র

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে বিটুমিনের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আরকান্দি এলাকার  ওই ঘটনায় তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন - পাবনার আতাইকুলা থানার শিমুলচরা এলাকার মমতাজের ছেলে আজিজল (৫০), লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী শ্রীপুর গ্রামের রঞ্জুর ছেলে রকিব (৪০) ও চর বলরামপুরের মৃত জিন্নাত কারীর ছেলে খবির (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মুলাডুলি নিকড়হাটা থেকে শুরু করে ঈশ্বরদী নারিচা মোড় পর্যন্ত রাস্তায় কার্পেটিংয়ের কাজ চলছে গেল কয়েকদিন ধরে। এরই অংশ হিসেবে সোমবার বেলা এগারোটার দিকে কয়েকজন শ্রমিক বিটুমিনের ড্রামে কেরোসিন তেল ঢালছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে ওই তিনজন শ্রমিকের শরীরে আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দগ্ধ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'