ঈশ্বরদীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল —শ্লোগানকে প্রতিপাদ্য করে ঈশ্বরদী ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার রাতে উপজেলা সদরের অভিজাত রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘একটা ট্রেন যে চলে, তার কারণ, সামনে থাকে ইঞ্জিন। একটা জাতি যে এগোয়, তার কারণ, তার সামনে থাকে আশা। ঈশ্বরদী ফুটবল একাডেমি আমাদের আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন। তাঁদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা।’

একাডেমির সভাপতি সিরাজুল ইসলাম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, সুর্প্রিম কোর্টের এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও একাডেমির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মামুন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, ফুটবলার এহসানুল কবির শিমুল ও শাহিন আহমেদ প্রমুখ।