খায়রুজ্জামান কামালকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় 'ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকদের' ব্যানারে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালকে 'সংবর্ধনা স্মারক' ও ঈশ্বরদীর জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণকে 'সম্মাননা স্মারক' প্রদান হয়।
সমাবেশে মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ও খোন্দকার মাহাবুবুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, এমদাদুল হক আমান, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার, সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান মুক্তি, লালপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বঙ্গবন্ধু পরিষদের সদস্যসচিব শহীদুল হক শাহীন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, শিক্ষক আব্দুল আওয়াল মতিন।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে কৃষকরা উৎপাদিত ফল ও সবজি দিয়ে সংবর্ধিত সাংবাদিককে শুভেচ্ছা জানান। একইসঙ্গে ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে খায়রুজ্জামান কামালকে সংবর্ধনা দেওয়া হয়।
সমাবেশে জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার প্রতিনিধি, স্থানীয় সংবাদপত্রে সম্পাদক ও নাটোর জেলা লালপুরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।