নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: সাবেক ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
আজ শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এসে পৌঁছান তিনি। এরপর বর্ষিয়ান আওয়ামী নেতা ডিলুর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন শামসুল হক টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন |
এসময় বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, 'ফ্যাসিবাদী বিএনপি এদেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে।'
তিনি আরও বলেন, ‘বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। তাই বিএনপির হাঁকডাক ও হুমকি-ধামকিতে জনগণের কোনো আগ্রহ নেই।’
এরপর তিনি আজ বেলা সাড়ে ১২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীর প্রাচীনতম মৌবাড়িয়া দুর্গামন্দির পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ডেপুটি স্পিকার।
এসব কর্মসূচিতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বেড়া পৌরসভার মেয়র আশিফ সামস রঞ্জন, মৌবাড়িয়া দুর্গামন্দিরের উপদেষ্টা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী উপস্থিত ছিলেন।