চাটমোহরে পরীক্ষা কেন্দ্র থেকে ২ শিক্ষককে বহিষ্কার

 এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও মমতাজ মহল | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চাটমোহর: পাবনার চাটমোহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পকেটে মোবাইল থাকায় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সেন্ট রিটার্স হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এ আদেশ দেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন- কক্ষ পরিদর্শক ও উপজেলার ছাইকোলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিকাশ বিভাগের সহকারী শিক্ষক আবুল হাসান এবং বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মাসুদ রানা।

চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আব্দুস ছালাম বলেন, ‘সকালে এসএসসি পরীক্ষা শুরুর পর দুই শিক্ষকের কাছে মোবাইল ফোন রয়েছে কী না জানতে চাওয়া হয়। তারা প্রথমে বিষয়টি অস্বীকার করেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের জিজ্ঞাসাবাদে দুই শিক্ষকের পকেটে মোবাইল থাকার সত্যতা পাওয়ায় যায়। পরবর্তীতে দুটি মোবাইল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।’

সত্যতা নিশ্চিত করে ইউএনও মমতাজ মহল বলেন, 'দুই শিক্ষক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন পকেটে রেখে সরকারি নির্দেশ অমান্য করেছেন। আগামী দুই বছর তারা এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। স্বচ্ছতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।'