রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেছেন রেঞ্জার্স ফুটবল দল | ছবি: টুইটার |
খেলা ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু প্রভাব ফেলেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সপ্তাহের প্রিমিয়ার লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগের খেলা স্থগিত করা হয়নি, তবে গ্রুপ পর্বে রেঞ্জার্সের মাঠে নাপোলির ম্যাচটা পিছিয়ে দিতে হয়েছে। ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ম্যাচটা। কিন্তু স্টেডিয়ামে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া যাচ্ছে না বলে সেই ম্যাচটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরের দিন ১৪ সেপ্টেম্বর, বুধবারে।
#RangersFC can today confirm the upcoming UEFA Champions League match with SSC Napoli at Ibrox has been rescheduled for Wednesday, 14 September at 8pm.https://t.co/toCIBp8gkO pic.twitter.com/4qGVuIbYNe
— Rangers Football Club (@RangersFC) September 11, 2022
স্কটিশ ক্লাব রেঞ্জার্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় ম্যাচ পেছাতে হয়েছে। রানি এলিজাবেথের বিদায় অনুষ্ঠানের সাংগঠনিক কাজে অনেক পুলিশ সদস্য নিয়োজিত আছেন।’
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনে। এর আগে প্রতিদিনই রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এত বড় আয়োজনে বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ছে। বাড়তি নিরাপত্তার জন্য নিয়োজিত রাখতে হচ্ছে বাড়তি পুলিশ সদস্যও।
A minute of silence observed by all teams at The Rangers Training Centre in memory of Her Majesty Queen Elizabeth II. pic.twitter.com/IxuseCZIbv
— Rangers Football Club (@RangersFC) September 9, 2022
ম্যাচ এক দিন পেছানোর পরও ভোগান্তিতে পড়তে পারেন আগে থেকেই টিকিট কেটে রাখা অনেক দর্শক। তাঁদের কথা মাথায় রেখে টিকিটের টাকা ফেরত নেওয়ার সুযোগও রাখছে রেঞ্জার্স।
সমস্যা হচ্ছে, পিছিয়ে দেওয়ার পরও বুধবারের জন্যও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। যে কারণে চ্যাম্পিয়নস লিগের এ ম্যাচে থাকবে না কোনো নাপোলি দর্শক, নিশ্চিত করেছে স্কটিশ এ ক্লাব। তাই ফুটবলীয় চেতনার কথা মাথায় রেখে এরই মধ্যে উয়েফা জানিয়ে দিয়েছে ফিরতি লেগে নাপোলির মাঠেও থাকতে পারবে না কোনো রেঞ্জার্স দর্শক।
চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে রেঞ্জার্স ও নাপোলির যাত্রা শুরু হয়েছে দুই রকমভাবে। নাপোলি তাদের প্রথম ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ৪-১ গোলে। অন্যদিকে আয়াক্সের কাছে ৪-০ গোলে গোলে হেরে শুরু হয়েছে রেঞ্জার্সের চ্যাম্পিয়নস লিগ অভিযান।