বেড়ায় শিয়ালের কামড়ে আহত ৪০

পাবনা জেলার মানচিত্র

প্রতিনিধি বেড়া:  পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৪টি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখরা কবরস্থানে আশ্রয় নেওয়া একটি শিয়ালের দল বুধবার রাত আটটার দিকে হঠাৎ বাটিয়াখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে আবদুল কাদের (৬০), লাল্টু মিয়া (৫৫), ওয়াজেদ আলীসহ (৩০) চার থেকে পাঁচজনকে কামড়ে ক্ষতবিক্ষত করে। পরে শিয়ালের দলটি বাটিয়াখরা গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে লোকজনকে কামড়াতে থাকে। এতে গ্রামের আঞ্জুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪) আক্তার, রঞ্জনা খাতুন (২৫), নিলয় হোসেন (৭), রাবেয়া খাতুন (৯), রেহেনা আক্তার (৪৫), রাজিয়া খাতুনসহ (৩০) অন্তত ২০ জন আহত হয়েছেন। এরপর শিয়ালের দলটি পাশের রাকসা, সোনা পদ্মা ও চকপাড়া গ্রামেও হানা দিয়ে কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০), আবু মুসাসহ (২৬) আরও অন্তত ২০ জনকে কামড়ে আহত করে। রাত সাড়ে নয়টার দিকে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে শিয়ালের দলকে তাড়িয়ে দেন। এ সময় গ্রামবাসীর পিটুনিতে একটি শিয়াল মারা যায়।

শিয়ালের কামড়ে আহত বাটিয়াখরা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী রেহেনা খাতুন বলেন, ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। তিনি অন্ধকারে ঘরের বারান্দায় বসে ছিলেন। হঠাৎই শিয়ালের দল এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ফাতেমা-তুজ জান্নাত বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে বুধবার রাতে অন্তত ২৫ জন তাঁদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আজ বৃহস্পতিবার অন্তত ২০ জন জলাতঙ্ক রোগের টিকা নিয়ে গেছেন।