ঈশ্বরদীতে রুশ তরুণীকে উত্ত্যক্তের ঘটনায় যুবকের কারাদণ্ড

 কারাদণ্ড দেওয়ার পর যুবককে থানায় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর কলেজ রোডে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী:  পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রুশ নারীকে উত্ত্যক্ত করার দায়ে সজিবুল ইসলাম রুবেল সৃষ্টি (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক  পিএম ইমরুল কায়েস এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলা সদরের পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রউফ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কিছুদিন ধরে অশ্লীল কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছিলেন সজিবুল ইসলাম রুবেল।  

আজ সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত করতে শুরু করেন। খবর পেয়ে ইউএনও ইমরুল কায়েস সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে কারদণ্ড দেন।  

ইউএনও ইমরুল কায়েস  বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে রুবেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার  জানান, দণ্ড দেওয়ার পর রুবেলকে পাবনার জেলা কারাগারে পাঠানো হয়েছে।