নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের মত বিনিময় সভা

মত বিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। 

সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এসময় তিনি বলেন, 'আখ চাষকে অধুনিকিকরণ করতে হবে। যাতে আখের ফলন বৃদ্ধির মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়। তিনি চাষিদেরকে আগাম আখ রোপন এবং আখ গাছের সঠিক পরিচর্যার পরামর্শ দেন।’

এতে অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক কৃষি আমিনুল ইসলাম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, আখচাষী নেতা অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।