মোস্তাফা জব্বার | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ-এর সাফল্যে ‘একটি মহল বরাবরই নাখোশ’ উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘যেখানে নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়।’

সম্প্রতি নগদ সম্পর্কে ‘মহল বিশেষের অপতৎপরতা’র বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে উল্লেখ করে রোববার এ বিষয়ে প্রতিক্রিয়া ব‌্যক্ত করেন তিনি।

প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘যেখানে নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-নারী-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে ডিজিটালি সমস্ত সরকারি ভাতা পাচ্ছে, ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো?’

মন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘এটি স্পষ্ট করে বলা দরকার যে, নগদ এর জন্য ডাক বিভাগের কোনও ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না।’

নগদ-এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কোনও অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য, নগদ এর সঙ্গেই থাকুন।’