ডিলারের বাড়িতে মিলল টিসিবির পণ্য, ১ লাখ টাকা জরিমানা

আদালতের রায়  | প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুত করার অপরাধে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কোহলী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ অভিযান পরিচালনা করেন।

ওই ডিলারের নাম রিফাত হোসেন। তিনি টিসিবির অনুমোদিত ডিলার। উপজেলার কোহলী বাজারে মেসার্স জান্নাতুন রিফা নামের রিফাতের একটি প্রতিষ্ঠান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী টিসিবির পণ্যগুলো রিফাতের মালিকানায় থাকা ওই প্রতিষ্ঠান থেকে সরাসরি বিক্রি করার কথা। কিন্তু তিনি ওই পণ্যগুলো কালোবাজারে বিক্রির জন্য বাড়িতে মজুত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন রিফাতের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৭৮ লিটার তেল, ২৭ কেজি চিনি ও ৩৪ কেজি ডাল উদ্ধার করা হয়। পরে আদালত রাতেই জব্দ করা পণ্যগুলো উপস্থিত জনতার কাছে বিক্রি করেন।