সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন করেন | ছবি: আইএসপিআর |
পদ্মা ট্রিবিউন ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন করেছেন। একই দিন এ অঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প ও কক্সবাজারে সেনাবাহিনীর উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিদর্শন করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সীমান্ত সড়ক নির্মাণ (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প হাতে নেয়।
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন করেন | ছবি: আইএসপিআর |
প্রকল্পটি দুই পর্যায়ে শেষ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সাতটি ভাগে বাস্তবায়ন করা হচ্ছে।
আইএসপিআর বলছে, প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে পার্বত্য জেলাগুলোর সীমান্ত বরাবর নিরাপত্তা নিশ্চিতসহ যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এ ছাড়া সীমান্তের দুই পাশের অবৈধ ব্যবসা বন্ধ হবে।
পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিবেশী দেশের সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এটি সীমান্ত এলাকার কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক অবস্থার উন্নতিতেও ভূমিকা রাখবে।