কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: মামুনুল হকসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা বলেন, তারা প্রথমে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে জড়ো হন। পুলিশ বাধা দিলে সেখান থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। সেখানেও পুলিশ বাধা দিলে তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন।

সমাবেশে খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ কারাবন্দী মাওলানা মামুনুল হকসহ সব আলেমের মুক্তি দাবি করেন। তিনি বলেন, দেড় বছর ধরে মামুনুল হকসহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিক ও শিক্ষাবিদ কারাগারে বন্দী। তাঁদের সঙ্গে ন্যূনতম মানবিকতা দেখানো হচ্ছে না। এমনকি তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। কয়েকজন আলেম অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না—যা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।

ছাত্র মজলিস সভাপতি বলেন, শীর্ষস্থানীয় আলেমরা কারাগারে বন্দী থাকায় তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এই ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। তাই ছাত্রসমাজ নিজেদের শিক্ষকদের মুক্তির দাবিতে রাজপথে নেমে এসেছে।

সমাবেশে খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান ও মাওলানা জাকির হুসাইন, ঢাকা মহানগরী যুব মজলিসের মাওলানা মুর্শেদ সিদ্দিকী, মাওলানা আবদুল্লাহ আশরাফ, মাহমুদুল হাসান, মুহাম্মাদ কামালুদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ আবদুল আজিজ।