ছেলেরা মাদকাসক্ত, প্রশাসনের হাতে তুলে দিলেন মা-বাবা

আটক | প্রতীকী ছবি

প্রতিনিধি তানোর: রাজশাহীর তানোরে মাদক সেবনের অপরাধে দুই মাদকাসক্তকে পৃথক অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের বাবা–মায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেলে পৃথক এ কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন—উপজেলার রায়তান বড়শো গ্রামের হাসিম শেখের ছেলে সিলন শেখ (২৩) ও মুন্ডুমালা গ্রামের বকুল আলীর ছেলে লিটন আলী (৩৯)।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র জানান, দণ্ডপ্রাপ্ত সিলন শেখ ও লিটন আলী এলাকায় চিহ্নিত মাদকসেবী। মাদক সেবনের পর তারা তাদের নিজ-নিজ পরিবারে অস্থিরতা তৈরি করতেন। মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীকে মারধর করতেন তারা। তাদের বাবা-মায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।