রাজশাহী জেলার মানচিত্র

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। এ ঘটনায় তাঁর বাবা আবদুল কুদ্দুসকে (৬৭) পুলিশ আটক করেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন আবদুল কুদ্দুস। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে রয়েছে তাঁর। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীর নামে জমি রেজিস্ট্রি করে দেন কুদ্দুস। এতে পারিবারিক কলহ দেখা দেয়।

আজ সকালে কুদ্দুসের প্রথম স্ত্রীর সন্তান জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যান। এ সময় আবদুল কুদ্দুসসহ দ্বিতীয় স্ত্রীর স্বজনেরা তাঁকে পাট কাটতে নিষেধ করেন। জাহাঙ্গীর পাট কাটা অব্যাহত রাখলে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে জাহাঙ্গীরের হাতে থাকা পাট কাটার হাঁসুয়া কেড়ে নিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন কুদ্দুস। জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল লতিফ বলেন, দ্বিতীয় স্ত্রীর নামে জমি লিখে দেওয়ায় কলহ চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আছে। অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।