নাটোর জেলার মানচিত্র

প্রতিনিধি নাটোর: জুতা পায়ে বেদিতে উঠে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা সাবরেজিস্ট্রার মো. রিজওয়ান আলমগীর। সোমবার সকালের এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সাবরেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে। ওই সাবরেজিস্ট্রার নিজেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সাবরেজিস্ট্রার মো. রিজওয়ান আলমগীর তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে ম্যুরালের বেদিতে ফুল দেন। এ সময় অন্যরা জুতা খুলে বেদিতে উঠলেও তিনি জুতা পায়ে দিয়ে ওঠেন। ঘটনাটি তখন প্রশাসনের নজরে আসেনি। তবে কিছুক্ষণের মধ্যে এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি কর্মকর্তার এ রকম কাণ্ডে সমালোচনা শুরু হয়।

দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই সাবরেজিস্ট্রারকে তাঁর কার্যালয়ে ডেকে ভবিষ্যতে এ ধরনের কাজ যেন আর না করেন, সে ব্যাপারে সতর্ক করে দেন। সাবরেজিস্ট্রার তাৎক্ষণিক এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

পরে সাবরেজিস্ট্রার মো. রিজওয়ান আলমগীরের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়। এতে তিনি উল্লেখ করেন, বৃষ্টি হওয়ার কারণে তাড়াহুড়া করতে গিয়ে অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। এ জন্য তিনি দেশ ও জাতির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি এ জন্য সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনাও করেন।

সাবরেজিস্ট্রার মো. রিজওয়ান আলমগীর সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। অসচেতনতাবশত তাড়াহুড়া করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। আমি এ ঘটনার জন্য সত্যিই দুঃখিত।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, এ ব্যাপারে সাবরেজিস্ট্রারকে ডেকে সতর্ক করা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন।