আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি নাটোর: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনকেও প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে আসতে হবে। আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।
মঙ্গলবার সকালে নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব কথা বলেন। তিনি ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।
জাতীয় আদিবাসী পরিষদ ও এনএনএমসির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিংড়া উপজেলা সদরে ওই মতবিনিময় সভা হয়। জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উরাওয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কার পরিচালনায় বক্তব্য দেন নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেতা নবীন চন্দ্র ও নিরঞ্জন কুমার। এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আরও বলেন, বর্তমান সরকার ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়। ওই লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকার মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের ঘর করে দিচ্ছে। সিংড়া উপজেলাতেও ২ হাজার ৯০টি গৃহহীন পরিবার ঘর পেয়েছে। এর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের ২০টি পরিবার আছে। সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে। যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থান হচ্ছে। প্রযুক্তির দিক দিয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজনকে এগিয়ে আসতে হবে। আইসিটি বিভাগ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।