উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এর হাতে নগদ  টাকা তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল  | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: টিফিনের টাকা বাঁচিয়ে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ঈশ্বরদীর বাংলাদেশ রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যপীঠের শিক্ষার্থীরা। সুনামগঞ্জ জেলা প্রশাসক ত্রান ব্যবস্থাপনা তহবিলে এ অর্থ দিয়েছে তাঁরা।

গেল বুধবার সকালে পরিষদের হলরুম উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এর হাতে নগদ ৮ হাজার ৫৯৭ টাকা তুলে দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় শিক্ষার্থীদের হাতে ২ টাকা ও ৫ টাকার নোটও দেখা যায়।

প্রতিনিধি দলের শিক্ষার্থী লামিয়া আক্তার বলে, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা ভেবে স্কুলের টিফিনের টাকা থেকে পাঁচ দশ টাকা তুলে ত্রান ব্যবস্থাপনা তহবিলে জমা দিলাম। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, ‘এটি কোমলমতি শিক্ষার্থীদের একটি মহৎ উদ্যোগ। বর্তমান সমাজে যখন সহযোগিতা, সহমর্মিতা ও মানবিকতার অভাব প্রকট হয়ে উঠেছে তখন এই ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যোগ আশান্বিত করে একটি মানবিক বাংলাদেশ গঠনের। তাঁদের দেওয়া অর্থ সুনামগঞ্জ জেলা প্রশাসক ত্রান ব্যবস্থাপনা তহবিলে জমা দেওয়া হবে।’

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, ‘স্কুলের ছেলে-মেয়েরা যেভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেটি দেখে আমার ভীষণ ভালো লাগছে। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাদের শুভেচ্ছা জানাই।’