পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৩০ জুলাই। গুচ্ছ পদ্ধতিতে তিন ধাপে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রথম দিনে ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
সোমবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে এ তথ্য জনায়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজা খাতুন সভাপতিত্ব করেন। সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সুত্রে জানা গেছে, এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারী শিক্ষার্থীরা পছন্দমতো ২২টি বিশ্ববিদ্যালয়ের যে কোনোটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে পাবনার কেন্দ্রগুলোতে ৩টি ইউনিটে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৭ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ‘ক’ ইউনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়া আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। ৩০ জুলাই দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ জুলাইয়ের পর আগামী ১৩ আগস্ট ‘খ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়া আরও চারটি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। খ ইউনিটে ৫ হাজার ৩৪৫ পরীক্ষার্থী অংশ নেবেন। এরপর ২০ আগস্ট ‘গ’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় শুধু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
জানতে চাইলে উপাচার্য হাফিজা খাতুন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক সব কাজ বন্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। যেহেতু অনেক মানুষের সমাগম হবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি পাবনাবাসীও সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে।