রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিতে হলে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়।

এরপর বেলা ১১টায় দ্বিতীয় শিফট, বেলা ১টায় তৃতীয় শিফট ও বেলা সাড়ে ৩টায় চতুর্থ শিফটের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে। সি ইউনিটে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ভর্তি পরীক্ষা শুরুর দিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার কক্ষে প্রবেশ না করেই পরীক্ষাকেন্দ্র (একাডেমিক ভবন) ঘুরে দেখেছেন। পরে তিনি ভর্তি পরীক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপাচার্য বলেন, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সদা তৎপর আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৬৭ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। শেষ দিনে আগামী বুধবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৩৮ হাজার শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা আছে।