রাতের ঢাকায় রিকশারোহী তরুণীর ‘ভয়ানক’ অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এক দুর্বৃত্ত।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ক্যাম্পাসের কলাভবনের কাছে এ ঘটনা ঘটে।

রাতের ঢাকায় ওই ঘটনাকে ভয়ানক অভিজ্ঞতার বলে উল্লেখ করেছেন তরুণী।

নিজের ফেসবুক আইডিতে ঘটনার বর্ণনা পোস্ট দিয়েছেন তিনি।  এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় ওই তরুণী বৃহস্পতিবার বিকেল শাহবাগ থানায় গিয়ে মামলা করতে পারেননি। আলামত সংগ্রহ করে মামলা করতে হবে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ বছর বয়সী ওই তরুণী বলেন, ‘বুধবার রাতে রিকশায় ধানমণ্ডিতে আমার ভাইয়ের বাসা থেকে পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলাম। আনুমানিক রাত ১২টা ১৭ মিনিট থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে ঢুকছিলাম কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।

‘আমি আপসেট হয়ে পড়ি তাই যায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। জোরে টান দিলে আমার জামাটা ছিড়ে যায়। ’

তিনি বলেন, ‘তখনও আমার কানে হেডফোন ছিল। এই অবস্থায় চিৎকার করে উঠি। আশেপাশে বাইকে লোক ছিল, তবে পুলিশ ছিল না। এ সময় কেউ সাহস করে এগিয়ে আসে নাই। আমি অনেক ভয় পাই, কি করবো বুঝে উঠতে পারি নাই।’

‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম, ওনাকে আটকানোর জন্য। কিন্তু তাকে আটকানো সম্ভব হয় নাই এবং তিনি দ্রুত বাইক টেনে চলে যান। ওই লোক বাইকে একাই ছিলেন। হেলমেট পরা ছিল। ভয়ের বাইকটার নামও লক্ষ করতে পারিনি।’

মামলার বিষয়ে তরুণী বলেন, ‘আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় গিয়েছিলাম। পুলিশের সঙ্গে কথা হয়েছে। মামলার আলামত সংগ্রহ করছি। আগামীকাল (শুক্রবার) মামলা করবো। আমি চাই আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে।’