পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার আনন্দ উদযাপন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করেছে ঈশ্বরদী পৌরসভা।

শনিবার সকাল ১০ টার দিকে পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা অনুষ্ঠানের। এরপর দিনটিকে স্মরণীয় করে রাখতে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র ইছাহক আলী মালিথা সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, শুনেছি পদ্মায় চর জাগে। আজ পদ্মায় বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে। পদ্মা বাংলাদেশের দক্ষতা ও সৃজনশীলতাগামী চ্যালেঞ্জ জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মাকে ব্যাখ্যা করে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে সেতু হয়েছে তা আর কিছু না, তা বঙ্গবন্ধুর কন্যার শোককে শক্তিতে পরিণত করার একটা বড় স্তম্ভ।   

আলোচনা সভার আরও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, কাউন্সিলর ফিরোজা বেগম ও ইউসুফ আলী প্রধান প্রমুখ।