ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ: জন্মদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কেক কেটেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা।

বুধবার দুপুরে শিক্ষক মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। এ সময় স্কুল শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন।

অধ্যক্ষ আয়নুল ইসলাম বলেন, সাম্য, মানবতা, প্রেম ও প্রকৃতির কবি কাজী নজরুল ইসলাম। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও সৃজনশীল কর্ম জাতির অন্তহীন অনুপ্রেরণার উৎস। বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে কবির গান ও কবিতা মুক্তিকামী মানুষকে অনিঃশেষ প্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম মানুষের হৃদয়ের কোমল অনুভূতির প্রতিও সমান আবেগে সাড়া দিয়েছেন। অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সংগীত ভুবন। প্রবর্তন করেছিলেন বাংলা গজল।