রেলমন্ত্রীর স্ত্রীকেও ডাকতে পারে তদন্ত কমিটি

রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনিফাইল ছবি

প্রতিনিধি পাবনা: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন আত্মীয়কে জরিমানা করার পর টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত হওয়ার ঘটনা তদন্তে কাজ করছে রেলওয়ের তিন সদস্যের কমিটি।

এই কমিটির প্রধান ইঙ্গিত দিয়েছেন, তদন্তের প্রয়োজনে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনিকেও ডাকা হতে পারে।

বিনা টিকিটে বৃহস্পতিবার রেলমন্ত্রীর তিন আত্মীয় সুন্দরবন এক্সপ্রেসে ভ্রমণের সময় জরিমানার মুখে পড়েন। এ ঘটনায় রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করার তথ্য প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে।

রেলমন্ত্রী বোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে, স্ত্রীর অভিযোগ করার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী অভিযোগ দিয়েছে যে, এদের (তিন আত্মীয়) সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি।’

তদন্ত কমিটি কীভাবে কাজ করছে জানতে চাইলে রোববার বিকেলে রেলের পশ্চিমাঞ্চলের মহাপরিচালক অসীম কুমার তালুকদার বলেন, ‘সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলী ও সহকারী কমান্ড্যান্টকে নিয়ে গতকালই (শনিবারই) তদন্ত কমিটি করা হয়েছিল। তারাই তদন্ত করছেন। তবে আমরা এখন ইলাবরেটলি (বিস্তৃত পরিসরে) তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

কবে নাগাদ তদন্ত শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সময় সাপেক্ষ। এখনই বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ পাওয়ার জন্য আমরা পত্রিকার বিজ্ঞাপন দেব। তারা তদন্ত কমিটির কাছে সে রাতের তথ্য জানাতে পারবেন।’

রেলমন্ত্রীর স্ত্রীকে তদন্ত কমিটি ডাকবে কিনা, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অসীম কুমার তালুকদার  বলেন, ‘এটা আমি বলব না। আমি বললে, অর্ডার হয়ে যাবে। এটা তদন্ত কমিটি বলবে। তবে তদন্ত কমিটি অনেককেই ডাকবে।’

তবে রেলমন্ত্রীর স্ত্রীকে ডাকার ইঙ্গিত দেন তদন্ত কমিটির প্রধান ও রেলের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের তদন্ত কার্য়ক্রম চলমান আছে। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য শুনছি। আরও শুনব।

‘আমরা অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের বক্তব্য বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে যদি মনে হয় তাহলে সংশ্লিষ্ট সবাইকে পর্য়ায়ক্রমে ডাকা হবে।’

এই ‘সংশ্লিষ্ট সবার’ মধ্যে রেলমন্ত্রীর স্ত্রী থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি তাদের (অভিযুক্ত ও অভিযোগকারীর) বক্তব্যে নাম এসে যায়। আর আমরা যদি মনে করি তাহলে ডাকা হবে।’