এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যর হাতে মরনত্তোর সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নেতৃবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি পাবনা: পাবনার ঈশ্বরদীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রয়াত ২১ বীর মুক্তিযোদ্ধার সম্মানে স্মরণসভা, তাঁদের পরিবারের সদস্যদের মরনত্তোর সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের আইডিইবি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা জাসদ পরিবার।

স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাহবুবুর রহমান বকুলের সভাপতিত্বে ও জাসদ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা, উপজেলা আ'লীগের সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, ফজলুর ফান্টু, জাসদ সভাপতি আব্দুল খালেক, জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, মোস্তাক আহমেদ কিরণ, ববি সরদার প্রমুখ।

আলোচনা শেষে দলীয় ২১ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানাতে মরণোত্তর সম্মাননা স্মারক ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সম্মাননা পেলেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু, মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম চুনু সরদার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান কচি, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মোতালেব খোকন, এ্যাডভোকেট মঞ্জুর হোসেন বকুল, মাহাবুব আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা প্রকৗশলী আব্দুল রশিদ, মুক্তিযুদ্ধের সংগঠক মতিউর রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা মিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মুকুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বকুল, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সামাদ মজনু, আব্দুল কাদের মন্ডল।