দেশে প্রথমবারের মতো আখের সাথি ফসল হিসেবে বোরো ধান চাষ প্লটসমূহ ঘুরে দেখেন অতিথিবৃন্দ। ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে | ছবি: পদ্মা ট্রিবিউন  

প্রতিনিধি পাবনা: দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় সাথি ফসল চাষ একটি সহায়ক প্রচেষ্টা। এতে অতিরিক্ত ফসল ফলিয়ে দরিদ্র চাষিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আখ চাষিরা সাথি ফসল চাষ করে অন্তর্বর্তীকালীন অতিরিক্ত আয়সহ চিনি, গুড় ও অন্যান্য খাদ্য ঘাটতি পূরণে অবদান রাখতে পারবেন।

শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে ‘আখের সাথে সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এর আগে ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন যারা দেশে প্রথমবারের মতো আখের সাথি ফসল হিসেবে বোরো ধান চাষ প্লটসমূহ ঘুরে দেখেন এবং চাষাবাদে আগ্রহী হন।

 আখের সাথে সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ- শীর্ষক সেমিনারে অতিথিবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কমলারঞ্জন দাস।   

বিএসআরআই’র মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী, ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌফিকুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভাবক ড. আনিসুর রহমান।