কারাগার | প্রতীকী ছবি |
প্রতিনিধি বগুড়া: বগুড়ার ধুনটে মাদ্রাসার এক শিক্ষার্থীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে সোহাগ মিলন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার একটি বাড়ি থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি একটি মাদ্রাসার আবাসিক ছাত্রী। একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ১০ মে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসে। সোহাগ তার গ্রামের। ১৪ মে সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে শ্লীলতাহানি করেন সোহাগ।
শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে সোহাগ সটকে পড়েন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই বিকেলে সোহাগের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ দুই দফা তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। এরপর অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
থানাহাজতে আটক থাকাকালে সোহাগ দাবি করেন, পারিবারিক পূর্ববিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ শিশুটির শরীরে হাত দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।