ঈশ্বরদীতে মাদকবিরোধী সংগঠন দিল পৌনে তিন লাখ টাকার ঈদ সহায়তা

আলোচনা অনুষ্ঠানে  বক্তব্য দেন ইউএনও পিএম ইমরুল কায়েস  | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: ঈশ্বরদীতে মাদকবিরোধী সামাজিক সংগঠন "মানাব'' এর পক্ষ থেকে ২৫০জন দুস্থ ব্যক্তি, গরীব রোগী, শিক্ষার্থী ও সংগঠনের মাঝে পৌনে তিন লাখ টাকা 'ঈদ উপহার' দেওয়া হয়েছে। 

শুক্রবার বিকেলে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঈদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে মানাব সদস্যরা ঈশ্বরদীর ২০১জন দুস্থ ও অসহায় ব্যক্তির প্রত্যেককে এক হাজার টাকা ঈদ উপহার তুলে দেন।

এসময় অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য ১০ হাজার, শিক্ষা সহায়তা হিসেবে ১০ হাজার, মাদ্রাসাসহ তিন প্রতিষ্ঠানের জন্য ৩০ হাজার টাকাসহ আরো ৫০ ব্যক্তিকে এসব সহায়তা প্রদান করা হয়। 

মানাব শুভার্থীদের পাঠানো অনুদানের আর্থিক সহযোগিতায় এসব 'ঈদ সহায়তা' প্রদান করা হয় বলে সংগঠনের সভাপতি মাসুম পারভেজ কল্লোল জানান। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার প্রমূখ। মাসুদ পারভেজ কল্লোল এতে সভাপতিত্ব করেন।