ঈশ্বরদীতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার

উপহার বিতরণের পরে সংগঠনটির সকল সদস্য শিশুদের সঙ্গে ছবি তোলেন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাঁদের এই আয়োজন।

ঈশ্বরদী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন হাসি ফুটুক ওদের মুখে- এই উদ্যোগে ঈদের হাসি ফুটছে ৩০ জন শিশুদের মুখে।

শনিবার ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের হাতে উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে হাসির ঝলক লক্ষ্য করা যায়।

তাঁরা জানান, সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাঁরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই উপহার দিচ্ছেন। আমরা প্রতি বছরে শিশুদের ঈদের উপহার দিয়ে থাকি।