| বঙ্গবন্ধু পরিষদ

প্রতিনিধি পাবনা: বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ উপদেষ্টা ডা. এস এ মালেক।

ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শহিদুল হক শাহিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

দোয়া মাহফিলে অতিথিবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার জালাল উদ্দীন তুহিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

সেখানে বক্তব্য দেন সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা।  

এদিকে শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল থেকে  ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আতিয়ার রহমানকে আহ্বায়ক ও শহিদুল হক শাহিন, মতিয়ার রহমান চঞ্চলকে যুগ্ন আহ্বায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটির সদস্য হলেন, অধ্যক্ষ আয়নুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ, পাবনা জজ কোর্টের সহকারী পিপি এডভোকেট ইউসুফ, দাশুড়িয়া ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত  অধ্যক্ষ শহিদুল ইসলাম, পেপার মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সাংবাদিক আতাউর রহমান বাবলু, দাশুড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক রেখা খাতুন, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তহুরুল ইসলাম লিপু, ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক সুরমিলা আক্তার শিউলী, শিক্ষক তিথী খাতুন ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা।

অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন একটি আয়োজন করার জন্য আয়োজকদের প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।