ঈশ্বরদীতে দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন তুহিন

 জালাল উদ্দীন তুহিন  | ছবি: পদ্মা ট্রিবিউন
প্রতিনিধি পাবনা: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈশ্বরদী উপজেলার ১ হাজার গরিব ও দুস্থ নারী-পুরুষদের  মধ্যে ঈদ উপহার স্বরূপ একটি করে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার জালাল উদ্দীন তুহিন।

প্রতিবছর তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব বিতরণ করে থাকেন।

শনিবার সকাল থেকেই উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার নারী ও পুরুষ এসে জড়ো হতে থাকেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর তাঁর নিজের বাসভবন প্রাঙ্গণে।

বিতরণের উদ্বোধনকালে জালাল উদ্দীন তুহিন বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারী-পুরুষদেরমধ্যে ঈদ উপহার দেওয়া হচ্ছে। এটা শুধু একটা শাড়ি ও লুঙ্গী নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া।  

এ সময় উপস্থিত থেকে বিতরণ করেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার, উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি তৌফিকুজ্জামান রতন মহলদার, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলমত হায়দার, লক্ষীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন রাজিব প্রমুখ।